রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিয্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে হারিয়ে যাওয়া লাঠি খেলার আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার ডাক্টার কামরুল হাসান লালী।
লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমুখ। লাঠি খেলায় রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ, কালুখালী ও নবাবপুর এলাকার ছয়টি দল অংশ গ্রহন করেন। খেলা শেষে পুরুষ্কার হিসেবে ক্রেস্ট ও নদ অর্থ তুলেদেন অতিথিবৃন্দ।
এ সময় লাঠি খেলোয়ার কারী মোঃ শাহাবুদ্দিন জানান, এক সময় গ্রাম বাংলার ঐতিয্য ছিলো লাঠিবাড়ি খেলা। আকাশচুম্বীর এই যুগে লাঠি খেলা হারিয়ে যেতে বসেছে। লাঠি একটি শারিরিক কসরত ও কৌশল। একজন লাঠি খেলোয়ার যেকোন বিপদে নিজেকে রক্ষা করতে পারে।
লাঠি খেলার আয়োজন বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার ডাক্টার কামরুল হাসান লালী বলেন, অবসরে আমি আমার জন্মস্থান গ্রামে ফিরে যেতে চাই। ফিরে যেতে চাই আমার ছেলেবেলায়। যে কারনে আমি গত দুই বছর যাবৎ গ্রামীন এসব খেলাধুলার আয়োজন করছি। আগামীতে আরো বড় পরিসরে এই খেলার আয়োজন করা হবে।