রাজবাড়ীর পাংশা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ওয়াহাব শেখ নামে এক ব্যাক্তি হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার রাতেই এজাহারভুক্ত চার আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে শুক্রবার রাতে নিহতের স্ত্রী হাসিনা খাতুন (৪৮) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামী করে পাংশা থানায় মামলা দায়ের করেন। আবদুল ওহাব শেখ (৫২) পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মনছুর শেখের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের হানিফ আলী মিয়া (২৯), রঘুনাথপুর গ্রামের জমির হোসেন ওরফে জিকু (৩২), বসাকুষ্টিয়া গ্রামের রুবেল খাঁ (২২) ও হোসেনডাঙ্গা গ্রামের মোক্তার শেখ (৩৭)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, মামলা দায়েরের পর রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশে রাতেই পাংশা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে হত্যাকান্ডের সাথে তাদের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে নিরীহ কৃষক ওহাব শেখ সন্ত্রসীদের গুলিতে মারা যান। হামলার মূল টার্গেট ছিলো দুলাল।