“মানবতার কথা বলে” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস রাজবাড়ী জেলা শাখার সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এর ভার্ষ্কযে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়েরে সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ভার্ষ্কযে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শেখ মমিন, সদস্য সচিব সফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মিসুক, হোসেন আরিফা খাতুন, আতিকুর রহমান রিপন, মেহেদী হাসান প্রান্ত, শুভ ইসলাম শান্ত, মাহবুবুর রহমান ইসা, কাউসার হোসেন, আহম্মেদ সাজ্জাদ, জসিব শেখ, আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মিরাজুল ইসলাম মিরাজ ।
জানাগেছে, চলতি বছরের ২৭ মার্চ বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস এর চেয়ারম্যান আদম তমিজি হক ২১ সদস্য বিশিষ্ট আগামী ১ বছরের জন্য রাজবাড়ী জেলার শাখার আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।