রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু,গ্রুপের সংঘর্ষে ৪জন আহত হয়েছে।
রবিবার সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামে দু,পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত উপজেলার বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আনছের মোল্যার ছেলে শাহিন মোল্যা (২৫), মৃত হাসান আলী শেখের ছেলে ইমান আলী শেখ (৫০), বিলায়েত শেখ (৫০) ও ইমান আলী শেখের স্ত্রী আসিয়া বেগম (৩৮) কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীনরা জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।