মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউপির আন্দুলিয়া গ্রামের মাছচাষী মোতাহার মন্ডলের ছেলে আক্তার হোসেন’র লিজ নিয়ে চাষ করা ৩টি পুকুরে শনিবার রাতের আধারে বিষ প্রয়োগ করে ৮লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ওই মাছচাষী আক্তার হোসেন দিশেহারা হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, আক্তার হোসেন দির্ঘদিন ধরে মাছের চাষ করে কিছুটা স্বাবলম্বী হওয়ার চেষ্ঠা করে যাচ্ছিলেন। এমন সময় তার লিজ নেওয়া পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করায় সে পথে সর্বশান্ত হয়ে গেছেন।
এদিকে আক্তার হোসেন বাদী হয়ে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
এ ব্যাপরে ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, এটা অত্যান্ত দুঃখজনক একটি ব্যাপার।
আক্তার হোসেন বলেন, আমার পুকুর নিয়ে ৪/৫দিন আগে স্থানীয় এক ব্যাক্তির সাথে কথা কাটাকাটি হয়েছিল। আমার ধারনা তারাই আমার এত বড় ক্ষতি করেছে।