অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে রবিবার রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামে রাসেল সিকদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে স্থানীয় পলাশ সিকদারের ছেলে ও রাজবাড়ীর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
রাজবাড়ী থানার এসআই এনছের আলী জানান, শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ির ২০০ গজ দুরে স্থানীয় কিশোর যুবকরা ব্যাডমিন্টন অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে বেশ কিছু দিন ধরে ব্যাডমিন্টন খেলে আসছিলো। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে ব্যাডমিন্টন খেলে বোর্ড থেকে বৈদ্যুতিক লাইট খুলছিলো সে। ওই সময়ই সে বিদ্যুৎপৃষ্ঠ হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ রাজবাড়ী থানায় বিষয়টি জানায়। সোমবার সকালে লাশটির সুরতহাল রিপোর্ট তিনি তৈরী করেন।
রাজবাড়ী থানার ওসি মোঃ তারিক কামাল জানান, জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতিক্রমে রাসেলের লাশটি ময়না তদন্ত না করেই দুপুরে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।