মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর গ্রামের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে রাজবাড়ী -২ আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিদাতা বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, দানবীর, ডিডিসি লিঃ ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ.কে.এম রফিক উদ্দিন (পান্না মিয়া)।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ.কে.এম শফিউদ্দিন পাতা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজবাড়ীর সিভিল সার্জন ডা: মোঃ রহিম বক্স, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, ডিডিসি লিঃ এর পরিচালক, এম.ডি নিলুফার রফিক, রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদ্য বিদায়ী উপ-পরিচালক কাজী ফারুক আহম্মেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: মোঃ নেয়ামত উল্লাহ্। এসময় পাংশা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী খান, কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, ডিডিসি লিঃ কলিমহর প্রকল্পের ম্যানেজার সুব্রত কুমার দে ও কলিমহর ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক ভাবে ফিতা ও নামফলক উন্মোচনের মধ্য দিয়ে ১০ শয্যাবিশিষ্ট কলিমহর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।