রাজবাড়ী-কুষ্টিয়া অাঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার অাফড়ায় ১৮ চাকার ট্রাক ও নসিমন (থ্রি হুইলার) এর সংর্ঘষে নসিমন চালক সুমন মোল্লা (২০) নিহত হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে (চট্রো মেট্রো ঢ ৮১-১৬৫১) অাটক করা করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ।
নিহত সুমন মোল্লা বাজবাড়ী কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান রাজবাড়ীবিডিকে জানান, রাতে জেলার কালুখালী উপজেলার অাফড়া বাজারের কাছাকাছি ১৮ চাকার একটি ট্রাক ও নসিমনের সংর্ঘষ হয়। এতে নসিমন চালক মারাত্মক ভাবে অাহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঘাতক ট্রাকটি অাটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।