রাজবাড়ী জেলা শহরের বড় বাজার থেকে সাখাওয়াত হোসেন সোহান (২০) নামে পুলিশের ভূয়া এক এএসআইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার দুপুরে স্থানীরা তাকে পুলিশে সোপর্দ করে। আটক সোহান জেলা শহরের বিনোদপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রইছউদ্দিন আহম্মেদ ডিউক জানান, দীর্ঘ দিন ধরে পুলিশের এসএসআই পরিচয়ে চাঁদা দাবী করে আসছিল সোহান। চাঁদা না দিলে বিভিন্ন ধরনে হুমকী দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় স্থানীয়দের সহায়তায় তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানান, সোহানের বাড়ির পাশে রয়েছে রাজবাড়ী সদর পুলিশ ফাঁড়ি। সে কারণে ওই ফাঁড়ির কয়েকজন পুলিশের সাথে তার সখ্যতা রয়েছে। মাঝে মধ্যে সোহানকে ওই ফাঁড়ির পুলিশের সাথে বিভিন্ন স্থানে মোটরসাইকেল চালকদের কাগজপত্র চেকিং করতে দেখা যেত এবং যেসব মোটরসাইকেলের কাগজপত্র নেই তাদের কাছ থেকে অর্থ নিয়ে মোটরসাইকেলগুলো ছেড়ে দিতেন। সোহান নিজেই বিভিন্ন মোটরসাইকেল সংকেত দিয়ে থামাতেন এবং পুলিশ চেকিং করতো। এছাড়াও তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ তারিক কামাল জানান, অভিযুক্ত সোহান পুলিশে চাকরি করেন না। তারপরও তার কাছ থেকে নিজ নামীয় পুলিশের ভিজিটিং কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও হয়রানি করতেন। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।