সোহেল রানা ॥
জঙ্গি দমনে শত ভাগ সফল হয়েছি। দেশের নিরাপত্তা দিতে আমাদের পুলিশ বাহিনী জীবন দিতে প্রস্তুুত রয়েছে, হলি আর্টিজানে তার প্রমান পেয়েছেন। দেশে জঙ্গী মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করেছিল। তা প্রতিহত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বালিয়াকান্দি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমারের রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছেন, তিনি বলেছেন আমরা ১৬ কোটি মানুষ খেলে দশ লক্ষ রোহিঙ্গাও খাদ্য পাবে। তিনি নিজে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন। মানবতার নেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনাদের এলাকার এ উন্নয়নই তার প্রমান। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হচ্ছে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুল আলম সূফী ও শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, কাজী রোজি, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম মিয়া মোড়ল প্রমুখ।
মন্ত্রী কর্মীসভার উদ্দেশ্যে বালিয়াকান্দি কলেজ পৌছালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ও বালিয়াকান্দি কলেজের শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান।
কর্মী সভা শেষে বালিয়াকান্দি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বাধন করেন তিনি।