রাজবাড়ীর কালুখালীতে পতাকার টানানোরা পাইপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুরুল ইসলাম (৫০) নামে পুলিশের এক এএসআইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলার কালুখালী উপজেলার মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে এ দুর্ঘটনা ঘটে।এএসআই মঞ্জুরুল ইসলাম গোপালগঞ্জ জেলার বাসিন্দা। তিনি রাজবাড়ী পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলের পতাকার পাইপ এর কাজ করতে গিয়ে এএসআই মঞ্জুরুল ইসলাম বিদ্যুতস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকসানা খাতুন জানান, পুলিশ সদস্য মঞ্জুরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।