মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ শনিবার। কর্মী সমাবেশ উপলক্ষে ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পূন্য করেছেন দলের নেতা কর্মীরা, চলছে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চে সাজ সজ্জার কাজ।
উপজেলা আ.লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসাবে কর্মী সমাবেশে যোগ দিবেন বাংলাদেশ আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল হানিফ এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী এমপি, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচীব মোঃ সাইফুজ্জামান শেখর, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ কর্মী সমাবেশে সভাপতিত্ব করবেন। সভা পরিচালনা করবেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস।
শুক্রবার সকালে সভাস্থল পরিদর্শন করেছেন,রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুন, পৌর মেয়র আব্দুল আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) শেখ রাশেদুরজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোফাজ্জেল হোসেন প্রমূখ।
এ কর্মী সমাবেশকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। জানাগেছে, প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক খান এমপি, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল হানিফ এমপি, মোঃ সাইফুজ্জামান শেখর, ঢাকা থেকে সড়ক পথে সাভার-মানিকগঞ্জ-পাটুরিয়া-দৌলতদিয়া হয়ে রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের কর্মী সভায় যোগদান করবেন। সম্মেলন শেষে তারা একই পথে ঢাকা প্রত্যাগমন করবেন।